Follow us

Header Ads

ad

Like US On Facebook

গাঁজা সেবন করে শুয়ে থাকলে দেওয়া হবে ১৪ লাখ টাকা





আপনি কি গাজা খেতে পছন্দ করেন? 
গাঁজা খেয়ে একটানা ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকতে পারবেন ? যদি তাই হয় তাহলে আপনি ২মাসে উপার্জন করতে পারবেন ১৪.২৩ লাখ টাকা। এই সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসার মতে, তাদের একটি গবেষণায় ৭০ দিনে যেকোন অংশগ্রহণকারী শুয়ে থেকে বিভিন্ন ধরনের গাঁজা সেবন করে কাটাতে পারবে তাকেই  ৪.২৩ লাখ টাকা দেওয়া হবে। ত গাঁজা খাওয়ার পাশাপাশি ওই ব্যক্তি চাইলে অনলাইনে গেমস খেলতে, স্কাইপিতে চ্যাট ও করতে পারবে। তবে এর জন্য পরিক্ষা দিতে হবে।পরীক্ষার জন্য অংশগ্রহণকারীদের ৯৭ দিন থেকে ১০৫ দিন থাকতে হতে পারে। প্রথম ১৩ থেকে ২১ দিন তাঁরা প্রতিদিনের মতই  সাধারণ ভাবে চলাফেরা করতে পারবেন। কিন্তু, পরের ৭০ দিন সাবধানে শুয়ে থাকতে হবে।
গাঁজা সেবন করে শুয়ে থাকলে দেওয়া হবে ১৪ লাখ টাকা গাঁজা সেবন করে শুয়ে থাকলে দেওয়া হবে ১৪ লাখ টাকা Reviewed by Life Line on 11:41 AM Rating: 5

1 comment:

Ad Home

LightBlog
Powered by Blogger.