Follow us

Header Ads

ad

Like US On Facebook

এবার শহরেই পুরুষদের বন্ধ্যাত্ব ও যৌনস্বাস্থ্যের স্থায়ী ক্লিনিক

 এবার শহরেই পুরুষদের বন্ধ্যাত্ব ও যৌনস্বাস্থ্যের স্থায়ী ক্লিনিক 


এই সময় জীবনযাপন ডেস্ক: আজ পূর্ব  ভারতের প্রথম, সবচেয়ে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ পুরষদের বন্ধ্যাত্ব ও পুরুষত্বহীনতা ক্লিনিক চলু  হল ,  অ্যাপোলো গ্লেনেগলস হাসপাতালে । চালু হল হাসপাতাল পরিকাঠামোর মধ্যে। যৌন মিলনের জন্য পুরুষাঙ্গের দৃঢ়তার অভাব এবং বীর্যপাতের সমস্যা, অপারেশনের মাধ্যমে পুরুষাঙ্গের বিকৃতি ঠিক করা—এসব বিষয়ে আধুনিকতম পদ্ধতিতে চিকিৎসা করা হবে এই ক্লিনিকে।  


ম্যাসাচুসেটস মেল এজিং স্টাডির তথ্য অনুযায়ী, ৪০ থেকে ৭০ বছর বয়সী পুরুষদের মধ্যে প্রায় ৫২% যৌন মিলনের জন্য পুরুষাঙ্গের উত্থানের অভাবে ভোগেন। এদের মধ্যে ১৭% এর সমস্যা সামান্য। ২৫% সমস্যা মাঝারি ধরনের। ১০% পুরোপুরি উত্থানশক্তিহীন। ‘পুরুষাঙ্গের উত্থানশক্তি বা দৃঢ়তা না থাকার সমস্যাকে অবহেলা করা উচিত নয়। কারণ কার্ডিওভাস্কুলার রোগে যে ঝুঁকি, এই রোগেও একই ঝুঁকি রয়েছে। এই সমস্যা মেটাতে হলে, এখন অনেক আধুনিক চিকিৎসা বেরিয়েছে। যেমন, ইনট্রাসাভারনাস ইঞ্জেকশন, ভ্যাকুয়াম ইরেকশন ডিভাইস, পেনাইল প্রস্থেসিস (‌শরীরে কোনও কিছু জুড়ে দেওয়া হয়)‌। এছাড়া মেডিক্যাল সাপোর্ট দেওয়া হয় হরমোনের চিকিৎসায়। যেমন টেস্টোসটেরন বদল ও মনস্তাত্ত্বিক–যৌন কাউন্সেলিং। পুরুষাঙ্গের উত্থানশক্তি ফেরাতে মেডিকেটেড ইউরেথ্রাল সিস্টেম দিয়েও রোগীদের সাহায্য করতে পারে অ্যাপোলো।', জানিয়েছেন কলকাতা অ্যাপোলো গ্লেনেগলস হাসপাতালের কনসালটান্ট ইউরোলজিস্ট ড. অতনু জানা। ক্লিনিকের উদ্বোধনের সময় হাজির ছিলেন তিনি


পুরুষদের বন্ধ্যাত্ব ও প্রজনন ক্ষমতার অভাব ক্লিনিকে যে সব রোগের চিকিৎসা হবে---

১. পুরুষাঙ্গের উত্থানশক্তির অভাব সংক্রান্ত— পুরুষাঙ্গের দৃঢ়তা আনতে অক্ষমতা এবং সন্তোষজনক মাত্রায় যৌন মিলনের জন্য প্রয়োজনীয় দৃঢ়তা ধরে রাখতে না পারা। এদুটি ক্ষেত্রে ধারাবাহিক অক্ষমতার চিকিৎসা করা হয়।


২. বীর্যপাতের অক্ষমতা
৩. পুরুষাঙ্গের বিকৃতি



পুরুষাঙ্গের উত্থানশক্তিহীনতজনিত বড় ধরনের সমস্যার মূল থাকে মনস্তত্ত্ব, হৃদরোগজনিত কারণে (‌কার্ডিওভাসকুলার ডিজিজ, হাইপারটেনশন, ডায়াবেটিস এবং শ্রোণিতে বড় ধরনের অপারেশন কিংবা রেডিওথেরাপি)‌, নার্ভাস সিস্টেমের গোলমালের কারণে (‌ কেন্দ্রীয় –একাধিক নার্ভ অতিরিক্ত কঠিন হয়ে যাওয়া, পার্কিনসন, টিউমার, স্ট্রোক, শিরদাঁড়ার রোগ, পেরিফেরাল টি২ডিএম, মদ্যাসক্তি, দেহের বিভিন্ন অংশের স্নায়ুর দুর্বলতা, ব্যথা, অসাড় হয়ে যাওয়া, অপারেশন)‌, দেহের অ্যানাটমি সংক্রান্ত রোগ, পেরোনিজ ডিজিজ, লিঙ্গে ফ্র্যাকচার, জন্ম থেকেই পুরুষাঙ্গ বাঁকা থাকার সমস্যা, হরমোন সংক্রান্ত রোগ (‌হাইপোগনাডিজম, হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া, হাইপার ও হাইপ্রো থাইরয়েডের সমস্যা, কাশিংস ডিজিজ ইত্যাদি)‌।


‘আজকের দিনে শারীরিক ও মানসিক চাপ বাড়তে থাকায় পুরুষাঙ্গের উত্থানশক্তিহীনতার রোগের প্রকোপ ক্রমশ বাড়ছে। ক্রমশ বেশি বেশি করে কমবয়সীদের মধ্যেও এই রোগ ছড়াচ্ছে। ক্রমশ এটা হয়ে দাঁড়াচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত বড় ধরনের সমস্যা। এটা গুরুতর হৃদরোগের একটা সূচক, যা থেকে শুরু হতে পারে কার্ডিওভাসকুলার রোগ। যৌন মিলন মানুষকে আনন্দ দেয়। আবার যৌন মিলনে অক্ষমতা স্বাস্থ্য সংক্রান্ত বড়সড় গোলমালের সূচক। দুটো বিষয়কেই আমাদের বিবেচনার মধ্যে নিতে হবে।’, বলেছেন কলকাতা অ্যাপোলো গ্লেনেগলস হাসপাতালের সিনিয়র কনসালটান্ট ইউরোলজিস্ট ড. অমিত ঘোষ।

পুরুষাঙ্গের উত্থানশক্তিহীনতার চিকিৎসার জন্য যে কোনও ব্যক্তির উচিত জীবনধারনের নিয়মকানুনে পরিবর্তন আনা। যেমন,

১. ধূমপান ছাড়তে হবে
২. শরীরের ওজন ঠিক রাখতে হবে
৩. নিয়মিত শরীরচর্চা করতে হবে
৪. অতিরিক্ত মদ্যপান কমাতে হবে


৫.যেমন ইচ্ছে ওষুধ খেলে হবে না
৬. ডিএম, এইচটিএন এবং হৃদরোগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ডিএম, এইচটিএন এবং হৃদরোগকে নিয়ন্ত্রণে রাখতে হবে

পুরুষাঙ্গের বিকৃতি ঠিক করতে অ্যাপোলো চালু করেছে অপারেশন। যার মধ্যে পড়ে উত্থানের জন্য পুরুষাঙ্গে কিছু অনুপ্রবেশ করানো, শুক্রনালির শিরা সংশোধন, অণ্ডকোষ থেকে ইউরেথ্রায় বীর্য বহন করে নিয়ে যায় যে টিউব তাতে কোনও বাধা থাকলে তা সরিয়ে দেওয়া, পুরুষাঙ্গ বাঁকা থাকলে তা ঠিক করা। এতে ব্যবহার করা হয় বোভাইন পেরিকার্ডিয়াল প্যাচ।






এবার শহরেই পুরুষদের বন্ধ্যাত্ব ও যৌনস্বাস্থ্যের স্থায়ী ক্লিনিক   এবার শহরেই পুরুষদের বন্ধ্যাত্ব ও যৌনস্বাস্থ্যের স্থায়ী ক্লিনিক Reviewed by Life Line on 11:49 AM Rating: 5

No comments:

Ad Home

LightBlog
Powered by Blogger.