প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র লীগের নেতা-কর্মীদের রাজপথ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট হয়ে গেছে। শিক্ষার্থীরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে , সে-ই নির্বাচিত হয়েছে। এটা নিয়ে আন্দোলন কিংবা হৈ চৈ করে পরিস্থিতি অন্যদিকে নেওয়াটা মূল্যহীন।
১২ মার্চ সোমবার সকালে বৈঠক শেষে দলের সিনিয়র নেতাদের সঙ্গে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আর জানা যায়, ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ করাটা একদমই ঠিক হচ্ছে না বলে জানান তিনি।
তিনি আর বলেছেন, ''ভোট নিয়ে যদি আপত্তি থেকে থাকে, তবে সেই আপত্তি প্রকাশের নিয়মতান্ত্রিক পথ রয়েছে এবং অভিযোগ করতে হলে সেই নিয়ম অনুসরণ করেই অভিযোগ করতে হবে। কিন্তু সেটা না করে উপাচার্যের বাসভবন ঘেরাও এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে শিক্ষার পরিবেশ নষ্ট করাটা অর্থহীন।''
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরু। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহ-সাধারণ সম্পাদক পদে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন নির্বাচিত হয়েছেন।
প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্রলীগের আন্দোলন বন্ধ করার
Reviewed by Life Line
on
4:27 AM
Rating:
Reviewed by Life Line
on
4:27 AM
Rating:



No comments: