অবশেষে প্রেমিক রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে আংটিবদল করলেন মার্কিন পর্ণ তারকা মিয়া খলিফা।বহুদিন ধরেই সুইডেনের রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে চলছিল মিয়া খলিফার সম্পর্ক। রবার্ট পেশায় যিনি একজন পাচক।ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যমে ইনস্টাগ্রামে রবার্ট ও মিয়া দুজনই বাগদানের কথা প্রকাশ করেছেন। আর সঙ্গে সঙ্গেচ ইন্টারনেটে খবর ভাইরাল হয়েছে।
বালিশের নিচে সুন্দর হীরার আংটি লুকিয়ে রেখেছিলেন রবার্ট এবং সেটি দেখার পর বিস্মিত হন মিয়া খালিফা। গেল ১৪ মার্চ যুক্তরাষ্ট্রের এক রেস্তোরাঁয় ডিনার ডেটের আয়োজন করেন রবার্ট। সেখানেই আনুষ্ঠানিকভাবে মিয়া খালিফাকে প্রস্তাব দেন রবার্ট। আর কোনো দ্বিধা ছাড়াই ‘হ্যাঁ’ বলে দেন মার্কিন পর্ণ তারকা মিয়া খলিফা। প্রেমিক রবার্টের হাতে হাত রেখে, বাগদানের আংটি দেখিয়ে একটি ছবি শেয়ার করেছেন মিয়া খলিফা। রবার্ট একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে চরম উত্তেজিত মিয়াকে। রবার্ট এ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘একদম পারফেক্ট রাত।’
২০১৪ সালে পর্ন জগতে আসা মিয়া খলিফা ২০১৫ সালের ডিসেম্বরে বিশ্বের এক নম্বর পর্ন তারকার স্থানটি দখল করে নেয়। ২২ বছর বয়সী মিয়া খালিফা পর্নহাব সাইটের সবচাইতে বেশী জনপ্রিয় পর্ন তারকা। বর্তমানে সে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করে। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেন তিনি। স্নাতক শেষে তিনি একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কাজ শুরু করেন। সেখানেই এক ক্রেতা তাঁকে পর্নো ছবির দুনিয়ায় যাওয়ার প্রস্তাব দেন। তবে খুব অল্প সময় এ ছবিতে কাজ করেছেন তিনি।। তার আসল নাম মিয়া কালিস্তা, পরে তিনি এ নাম পরিবর্তন করে মিয়া খালিফা রাখেন।
বিয়ে করছেন মিয়া খলিফা
Reviewed by Life Line
on
3:36 AM
Rating:
Reviewed by Life Line
on
3:36 AM
Rating:



No comments: