Follow us

Header Ads

ad

Like US On Facebook

বাংলাদেশে বন্ধ হয়ে গেল জি-বাংলা এবং জি নেটওয়ার্কের সব চ্যানেল


বাংলাদেশের সব জায়গায় ভারতীয় জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়েছে। আজ মঙ্গলবার এ চ্যানেলগুলো দেখা যাচ্ছে না বলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের দর্শকরা জানিয়েছেন এবং 
বাংলাদেশে সম্প্রচার বন্ধ হতে চলেছে ভারতীয় সব টেলিভিশন চ্যানেল।ক্যাবল অপারেটররা জানান, তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল সোমবার জি নেটওয়ার্কের চ্যানেলগুলো বন্ধে তাদের নির্দেশনা দেয়া হয়। এরপরই সারা দেশে জি টিভি, জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা ও জিং, জি অ্যাকশন, জি বলিউডসহ এই নেটওয়ার্কের সব টিভি চ্যানেল বন্ধ করে দেয়া হয়েছে।
ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান জাদু ডিজিটালের কাস্টমার সার্ভিস কর্মকর্তা শামীমা মিতু জানান, জি নেটওয়ার্কের চ্যানেলগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে তথ্য মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনার পর পরই।কত সময়ের জন্য এই বন্ধ কার্যক্রম বলবৎ থাকবে এ প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ জানান, কোনো বাঁধা ধরা সময় নেই। একেবারে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। বাংলাদেশে আর ভারতীয় চ্যানেল দেখা যাবে না। এখন থেকে শুধু বাংলাদেশি চ্যানেল দেখতে পারবে দেশের মানুষ।
বাংলাদেশে বন্ধ হয়ে গেল জি-বাংলা এবং জি নেটওয়ার্কের সব চ্যানেল বাংলাদেশে বন্ধ হয়ে গেল জি-বাংলা এবং জি নেটওয়ার্কের সব চ্যানেল Reviewed by Life Line on 10:17 AM Rating: 5

No comments:

Ad Home

LightBlog
Powered by Blogger.