প্রতি সেকেন্ডে কতগুলো ছবি তোলা সম্ভব? বর্তমানে বাজারে যেসব প্রযুক্তি চালু আছে তাতে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ মাত্র ১০০টি ছবি তোলা যায়। তবে ১ সেকেন্ডে ১০০ ছবি তুলার দিন শেষ। গবেষকরা প্রতি সেকেন্ডে ১৫ লাখ ফ্রেম ছবি তোলার উপায় তৈরি করে ফেলেছেন!
এই প্রযুক্তি কানাডার ইন্সটিটিউট ন্যাশনাল দ্যা লা রিসার্চে সায়েন্টিফিকের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। প্রকাশিত হয়েছে দ্যা অপটিক্যাল সোসাইটি'
র (ওএসএ) সাময়িকী অপটিক্স লেটারসে এ সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ।
এই প্রযুক্তির মাধ্যমে এক সেকেন্ডে ১৫ লাখ ফ্রেম ছবি তোলা যাবে। এই প্রযুক্তির নাম কমপ্রেসড অপটিক্যাল-স্ট্রেকিং আলট্রা-হাই-স্পিড ফটোগ্রাফি। এই প্রযুক্তির মূলে রয়েছে স্ট্যান্ডার্ড ইমেজিং সেন্সরস।
এই আবিষ্কারের ফলে আগের চেয়ে হাজার গুণ সহজ হবে অতি-দ্রুত বা অতি-ধীর লয়ের ছবি তোলা। বলা হয়েছে, এতে চলচ্চিত্র বা স্লো-মোশন ছবি তোলার মতো কাজগুলো আরো অনেক গুনে সহজ হয়ে উঠবে।
১৫ লাখ ছবি তোলা যাবে প্রতি সেকেন্ডে
Reviewed by Life Line
on
4:31 AM
Rating:


No comments: