শিক্ষা প্রতিষ্ঠানে ধুমপানের বিরতি রাখার মতো কথা নিশ্চয়ই আপনি কল্পনাও করতে পারেন না। কিন্তু এবার এমনই একটি সুবিধা দিচ্ছে অস্ট্রেলিয়ার একটি কলেজ। শিক্ষার্থীরা রাস্তাঘাটে গোপনে ধুমপানের চেয়ে কলেজের ভিতরে বসেই সেটা করাকে উত্তম মনে করা হয়। সকালের খাবার, দুপুরের খাবারের বিরতির মত ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীরা ধুমপানের জন্য বিরতি দেয়া হচ্ছে।
কলেজটির নাম হচ্ছে সিডনির দ্য ওয়ারাকিরি কলেজ। কলেজের অধ্যক্ষ ক্যারোলিন ব্ল্যান্ডেন অস্ট্রেলিয়ান এক সাক্ষাৎকারে বলেন, 'আমাদের স্কুলে কোন শিক্ষার্থীরা চাইলে নীল রঙের চুল কিংবা যেকোন ফ্যাশন নি
য়ে কলেজে আসতে পারে এবং যদি ধূমপানের প্রয়োজন হয়, সেটাও করতে পারে।’
তিনি আর বলেন, 'ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হলেও রাস্তায় ঘুরে ঘুরে লুকোচুরি করে সিগারেট খাওয়া কিংবা তাদের আটকে রাখার চেয়ে ছেড়ে দেওয়া বিষয়টা অনেক ভাল। এতে করে অনেকেই নিজেরাই নিজেদের বিরত রাখবে।
এর আগে ব্যয়বহুল বেসরকারি স্কুলে শিক্ষকতা করেছেন প্রিন্সিপাল ক্যারোলিনের। তিনি জানান , 'এখানকার বেশিরভাগ শিক্ষার্থীর পরিবার নেই, অনেকেরই মা-বাবা কারাগারে রয়েছেন, এর মধ্যে অনেকের পরিবার মাদকাসক্ত।'
এই প্রকলেজটিতে একই সঙ্গে স্কুল ও কলেজে পড়ার সুযোগ রয়েছে। কিন্তু কোন মাসিক ফি দিতে হয় না এবং পরতে হয় না কোন ইউনিফর্ম। অর্থাৎ, বাস্তবিক অর্থেই শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পেতে যা কিছু লাগে, তার সবকিছুই যেমন রয়েছে, তেমনই ধুমপানকেও স্বাভাবিক বিষয় হিসেবে গণ্য করা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে।
এর আগে ব্যয়বহুল বেসরকারি স্কুলে শিক্ষকতা করেছেন প্রিন্সিপাল ক্যারোলিনের। তিনি জানান , 'এখানকার বেশিরভাগ শিক্ষার্থীর পরিবার নেই, অনেকেরই মা-বাবা কারাগারে রয়েছেন, এর মধ্যে অনেকের পরিবার মাদকাসক্ত।'
এই প্রকলেজটিতে একই সঙ্গে স্কুল ও কলেজে পড়ার সুযোগ রয়েছে। কিন্তু কোন মাসিক ফি দিতে হয় না এবং পরতে হয় না কোন ইউনিফর্ম। অর্থাৎ, বাস্তবিক অর্থেই শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পেতে যা কিছু লাগে, তার সবকিছুই যেমন রয়েছে, তেমনই ধুমপানকেও স্বাভাবিক বিষয় হিসেবে গণ্য করা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে।
ধূমপান করার জন্য বিরতি দেওয়া হচ্ছে কলেজে
Reviewed by Life Line
on
5:05 AM
Rating:


No comments: