বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র বাসের চাপায় নিহত। অথচ সে ও “নিরাপদ সড়ক চাই” আন্দোলন করেছিলেন একদিন। ভাগ্যের নির্মম পরিহাস এই সড়ক দুর্ঘটনায়ই তার মৃত্যু হলো। রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মারা যান আবরার আহমেদ চৌধুরী।
তার ফেসবুক প্রোফাইলে ঢুকে দেয়া যায়, নিরাপদ সড়ক চাই আন্দোলন চলাকালে তিনি আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে ছিলেন। তার ছবির নিচে লেখা ‘নিরাপদ সড়ক চাই’।
২০১৮সালের ২৯ জুলাই সংঘটিত এক সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নিহত দুই কলেজ শিক্ষার্থীর সহপাঠীদের মাধ্যমে শুরু হওয়া এই বিক্ষোভ পরবর্তীতে সারাদেশে ছড়িয়ে পড়ে এবং নৌমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে।
২০১৮সালের ২৯ জুলাই সংঘটিত এক সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে নিহত দুই কলেজ শিক্ষার্থীর সহপাঠীদের মাধ্যমে শুরু হওয়া এই বিক্ষোভ পরবর্তীতে সারাদেশে ছড়িয়ে পড়ে এবং নৌমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে।
২০১৮ এর ৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয় মন্ত্রীসভা একটি খসড়া ট্রাফিক আইন অনুমোদন করে। যে আইনে ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে মানুষ হত্যার একমাত্র শাস্তি মৃত্যদণ্ড এবং বেপরোয়াভাবে চালিয়ে কারো মৃত্যু ঘটালে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়। যদিও আন্দোলনরত শিক্ষার্থীরা বেপরোয়া চালনায় মৃত্যুদণ্ড দাবি করেছিল। এরপর ৮ আগস্টের মধ্যে শহরের পরিস্থিতি পুনরায় স্বাভাবিক হয়ে ওঠে।
এদিকে পুরো এলাকা 'উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে। শিক্ষার্থীদের অবরোধ নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অবরোধে বিমানবন্দর থেকে বাড্ডা হয়ে রামপুরা-গুলিস্তান সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে পুরো এলাকা 'উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে প্রকম্পিত হচ্ছে। শিক্ষার্থীদের অবরোধ নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অবরোধে বিমানবন্দর থেকে বাড্ডা হয়ে রামপুরা-গুলিস্তান সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।
এই বিক্ষোভের ফলে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী লোকজনসহ ও বাসযাত্রীরা। এ সময় তাদেরকে পায়ে হেটে গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে দেখা যায়। কিন্তু সাধারন জনগনও ‘নিরাপদ সড়ক চাই’ এই আন্দোলনের সাথে একমত। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্রদের শান্ত করার চেষ্টা করে।
সু-প্রভাত বাসের চাপায় নিহত সেই শিক্ষার্থী যে 'নিরাপদ সড়ক চাই আন্দোলন' করে ছিলেন
Reviewed by Life Line
on
10:37 AM
Rating:
Reviewed by Life Line
on
10:37 AM
Rating:



No comments: