পৃথিবীর বুকে আফ্রিকা মহাদেশের ভিতর ছোট একটি দেশ ইরিত্রিয়া । এই দেশে সমস্ত পুরুষকে সর্বনিম্ন ২টি বিয়ে করতেই হবে। তাদের আইনে এই কথা স্পষ্ট করে বলা হয়েছে। যদি ইরিত্রিয়ার মানুষ এই সিদ্ধান্তে আপত্তি করে, তবে তার শাস্তি হবে যাবজ্জীবটা কারাদণ্ড। এই আজব আইনে সিলমোহর দিল এরিত্রিয়া সরকার।
সমস্ত আরবিক দেশগুলোর মধ্যে এই দেশেই শুধুমাত্র এই আজব আইনের প্রচলন রয়েছে। রীতিমতো ধর্মীয় আইনের মাধ্যমে এই নির্দেশকে মান্যতা দিলেন গ্র্যান্ড মুফতি। বিভিন্ন সরকারি তথ্য অনুযায়ী জানানো হয়েছে, দেশে পুরুষের আকাল পড়েছে, এর আগে দীর্ঘদিন ইথিওপিয়ার সঙ্গে যুদ্ধের কারণে অনেক পুরুষ হারিয়েছে এই দেশ। ক্রমশ পুরুষশূন্য হয়ে পড়ছে এই দেশ। তাই দেশের স্বার্থেই এই আইন চালু করল ইরিত্রিয়ার সরকার।
তথ্য অনুযায়ী ইরিত্রিয়ার জনসংখ্যা চৌষট্টি লক্ষেরও কিছু কম। এর এক দিকে সুদান আর ইথিওপিয়া, এক দিকে জিবুটি, এক দিকে লোহিত সাগর। ইথিওপিয়ার থেকে আলাদা হয়ে স্বাধীন য়ার জন্ম হয় ১৯৯৩ সালে। ইরিত্রিয়া একটি একদলীয় রাষ্ট্র যেখানে জাতীয় আইন পরিষদ স্বাধীনতার পর কখনো অনুষ্ঠিত হয়নি। দেশের মোট এলাকা প্রায় ১১৭,৬00 কিমি 2 (৪৫,৪০৬ বর্গ মাইল)। অঞ্চলটিতে বেশির ভাগ লোকই খ্রিস্টান ও ইসলামের অনুসারী।
এবার দু’টি বিয়ে না করলে যাবজ্জীবন কারাদণ্ড!
Reviewed by Life Line
on
9:37 AM
Rating:
Reviewed by Life Line
on
9:37 AM
Rating:



No comments: