Follow us

Header Ads

ad

Like US On Facebook

৪০০ টাকা ঘণ্টায় বয়ফ্রেন্ড নিয়োগ বিজ্ঞপ্তি


আপনি কি সিঙ্গেল?? প্রেম করাকে আপনি চাকরি হিসেবেও নিতে পারেন। কি শুনতে অবাক লাগছে? উচ্চ মাধ্যমিক পাশ ছেলেদের বয়ফ্রেন্ডের চাকরি করে দিচ্ছে একটি সংস্থা।
একাকী মেয়েদের একাকিত্ব কাটাতে বয়ফ্রেন্ড জোগাকিছু নিয়ম থাকবে বয়ফ্রেন্ড বুক করার ক্ষেত্রে । যদি কোন নারী বয়ফ্রেন্ড ভাড়া করতে চান তাহলে তাকে অনলাইনের মাধ্যমে  প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানা যায়। আর এই সব প্রক্রিয়া গুলো করার জন্য একটি এপ তৈরি করেছে এই সংস্থাটি। এপ তির নাম  ‘রেন্ট এ বয়ফ্রেন্ড'
একাকী মেয়েদের একাকিত্ব কাটাতে বয়ফ্রেন্ড জোগাড় করে দিচ্ছে সংস্থাটিযেসব নারী্রা বয়ফ্রেন্ড ভাড়া করবে তার নাম, ঠিকানা ও সকল তথ্য গোপন রাখা হবে। তবে 
ঘণ্টায় ২৫০ থেকে ৪০০ টাকা বেতনের এই চাকরিটি করা যাবে। ছেলের যোগ্যতা অনুপাতে নির্ধারণ হবে টাকার অঙ্ক। সে দেখতে কেমন এবং কত শিক্ষিত এসব বিষয় তার যোগ্যতা পরিমান করা হবে। যে ছেলের গুণ যত বেশি হবে টাকার অঙ্কও তত ্বেশি হবে।
তবে বেতনের সব টাকা ‘বয়ফ্রেন্ড’ হিসেবে কাজ করা ছেলেটি নিতে পারবে না। এর কিছু অংশ দিতে হবে ওই সংস্থাকে।
আবার যে নারী বয়ফ্রেন্ড ভাড়া করবে তার জন্যেও রয়েছে কিছু শর্ত। যেমন- ভাড়া করা বয়ফ্রেন্ড নিয়ে কোনো পার্টিতে যাওয়া যাবে না। তার সঙ্গে কোনো শারীরিক সম্পর্কে জড়ানো যাবে না ইত্যাদি।

৪০০ টাকা ঘণ্টায় বয়ফ্রেন্ড নিয়োগ বিজ্ঞপ্তি ৪০০ টাকা ঘণ্টায় বয়ফ্রেন্ড নিয়োগ বিজ্ঞপ্তি Reviewed by Life Line on 12:05 PM Rating: 5

No comments:

Ad Home

LightBlog
Powered by Blogger.