Follow us

Header Ads

ad

Like US On Facebook

মাইকেল জ্যাকসনের গান বিশ্বব্যাপী নিষিদ্ধ যৌন হয়রানির অভিযোগে

মাইকেল জ্যাকসনকে বলা হয় বিশ্বের পপসাম্রাজ্যের বাদশাহ। তিনি গান, নাচ ও ফ্যাশনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে বিগত চার দশকেরও বেশি সময় সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি  হয়ে আছেন। মাইকেল জ্যাকসন মৃত্যুর পরেও আলোচনার শীর্ষে। এবার তার বিরুদ্ধে উঠেছে যৌন হয়রানির অভিযোগ । তাই তার গান রেডিও স্টেশনে পরিবেশন বন্ধ হচ্ছে বিশ্বব্যাপী। ইতোমধ্যে কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কয়েকটি জনপ্রিয় রেডিও স্টেশনে তার গান বন্ধ হয়ে গেছে।
(০৭ মার্চ) সিডনির রেডি চ্যানেল নোভা এন্টারটেইনমেন্ট ঘোষণা দিয়েছে - জনগণের মতামতের পর পপ সংগীত বাদশা মাইকেল জ্যাকসনের গান তারা আর গ্রহণ করছেন না।
‘লিভিং নেভারল্যান্ড’ নামের একটি তথ্যচিত্রে ওয়েড রবসন ও জেমস সেফচাক এই দুই জন দাবি করেন- শৈশবে মাইকেল জ্যাকসন তাদের অনেকবার যৌন হয়রানি করেছেন। তারা আর দাবি করেন মাইকেল জ্যাকসন যথাক্রমে সাত এবং ১০ বছর বয়সে এ হয়রানি করেন।
ঐ অনুষ্ঠান পরিচালক 'পল' জ্যাকসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমদের বলছে, এই মুহূর্তে যা ঘটছে, তার প্রেক্ষিতে মাইকেল জ্যাকসনের কোনো গান এখন আর প্লে করা হচ্ছে না।
নিউজিল্যান্ডের ২টি বৃহত্তম রেডিও নেটওয়ার্কেও এখন এই পপ তারকার গান প্রায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। রেডিও চ্যানেল মিডিয়াওয়ার্কসের কন্টেন্ট পরিচালক লিওন র‍্যাট বলেছেন, মাইকেল জ্যাকসন দোষী কি-না সেটা আমরা নির্ধারণ করছি না। আমরা শুধু নিশ্চিত করছি, আমাদের রেডিও স্টেশনের শ্রোতারা যেসব গান শুনতে চান, তা পরিবেশন করতে।
পপ সংগিত কিংবদন্তীর গায়ক মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে আনা এ অভিযোগ  এক ধরনের বড়  একটি বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করছে তার পরিবারের লোকজনেরা।
মার্কিন এ পপ তারকা সংগীতশিল্পী, নৃত্যশিল্পী, গান লেখক, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী ছিলেন। পৃথ্রিথিবিত সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বিক্রি হওয়া অ্যালবামের সংগীতশিল্পীদের মধ্যে তিনি একজন। তিনি মাত্র ৫ বছর বয়সে সংগীত জগতে নিজেকে আত্মপ্রকাশ করেন। ১৯৮০র দশকে মাইকেল সঙ্গীত শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌছান।২০০৯ খ্রিস্টাব্দের ২৫শে জুন মাইকেল জ্যাকসন মৃত্যুবরণ করেন।
মাইকেল জ্যাকসনের গান বিশ্বব্যাপী নিষিদ্ধ যৌন হয়রানির অভিযোগে মাইকেল জ্যাকসনের গান বিশ্বব্যাপী নিষিদ্ধ যৌন হয়রানির অভিযোগে Reviewed by Life Line on 7:10 AM Rating: 5

No comments:

Ad Home

LightBlog
Powered by Blogger.