Follow us

Header Ads

ad

Like US On Facebook

বিপদে পৃথিবী ! গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে।

গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। বিপদে পৃথিবী। আগামী ২০ই মার্চ পৃথিবীর সবচেয়ে কাছে আসবে এই গ্রহাণু। এমনটাই জানানো হয়েছে মহাকাশ গবেষণা দপ্তর নাসার তরফ থেকে। এই গ্রহাণুটির নাম দেয়া হয়েছে ২০১৯ ডিএন সিডি ৫। কিন্তু সতর্কবার্তা দিলেও নাসার পক্ষ থেকে বলা হয়েছে, পৃথিবীর কাছাকাছি আসলেও ধ্বংস হওয়ার কোনও সম্ভাবনাই নেই। কারন পৃথিবীর কক্ষপথে এই গ্রহাণুটি প্রবেশ করবে না। তবু আশঙ্কা কিন্তু থেকেই যায়।
অন্যদিকে, আন্তর্জাতিক নারী দিবসের দিনই পৃথিবীর কক্ষপথ ঘেঁষে ঘণ্টায় চলে গেল আরেকটি গ্রহাণু। যার নাম ২০১৯ ডিএন।
নাসার পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে, ‘‌এই গ্রহাণুগুলির মধ্যে খুব কমসংখ্যকই এমন গ্রহাণু রয়েছে, যেগুলি পৃথিবীর জন্য ভয়ঙ্কর হতে পারে। এর পর যদি কোনও গ্রহাণুর থেকে পৃথিবীর ভয় থাকে, সেক্ষেত্রে সঠিক পদক্ষেপ নেয়া সম্ভব হবে।’
বিপদে পৃথিবী ! গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। বিপদে পৃথিবী ! গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। Reviewed by Life Line on 2:36 PM Rating: 5

No comments:

Ad Home

LightBlog
Powered by Blogger.