Follow us

Header Ads

ad

Like US On Facebook

বাসর রাতে নবদম্পতিকে জাফরান-দুধ কেন দেওয়া হয়,জানেন?



এই দু-এক মাসে দু’-একটা বিয়ের নিমন্ত্রণ হয়তো আপনিও পেয়েছেন! আর ভারতীয় বিয়ের একটা রীতির কথা আপনি জানেন নিশ্চয়ই!রীতি অনুযায়ী উত্তর ভারত-সহ ভারতের বিভিন্ন প্রান্তে ফুলশয্যার রাতে নব বর-বধূর জন্য এক গ্লাস জাফরান-দুধ দেওয়া হয় ।  অবিবাহিতরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের বিয়েতে এ রীতি পালন করতে দেখে থাকবেন। যদি বাস্তবে সুযোগ না পেয়ে থাকেন, তাহলে অন্তত সিনেমার পর্দায় এ দৃশ্য দেখেছেন হয়তো।হিন্দু বিয়েতে ফুলশয্যার রাতে নব বর-বধূর এই জাফরান-দুধ খাওয়ারনো, এটা কি সামাজিক রেওয়াজ, নাকি এর পেছনে কোনও কারণও রয়েছে! নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে আপনার মনে।


বিজ্ঞানিক তথ্য মতে ফুলশয্যার রাতে জাফরান-দুধ খাওয়ার রীতির পেছনেও রয়েছে ব্যাখ্যা। জাফরান মেশানো দুধে থাকে উচ্চ মাত্রায় প্রোটিন যা দেহের সেক্স হরমোনগুলিকে উদ্দীপিত করে। জাফরান শরীরে রক্ত সঞ্চালনের গতি বাড়াতে সাহায্য করে। এর ফলে তৈরি হয় উত্তেজনা। এছাড়া, জাফরান ও আমন্ড দুধের সঙ্গে মিশিয়ে খেলে টেস্টস্টেরন, ইস্ট্রোজেনের (সেক্স হরমোন) ক্ষরণের মাত্রায় বৃদ্ধি পায়। আর তাই জেগে ওঠে সঙ্গমের ইচ্ছা।
ঠিক এই কারনেই বাসর রাতে নবদম্পতিকে জাফরান-দুধ বা জাফরান, আমন্ড মেশানো দুধ খাওয়ানোর প্প্রথা অতি প্রাচীন কাল থেকেই রয়েছে হিন্দু রীতির বিয়েতে।
বাসর রাতে নবদম্পতিকে জাফরান-দুধ কেন দেওয়া হয়,জানেন? বাসর রাতে নবদম্পতিকে জাফরান-দুধ  কেন দেওয়া হয়,জানেন? Reviewed by Life Line on 10:10 AM Rating: 5

No comments:

Ad Home

LightBlog
Powered by Blogger.