Follow us

Header Ads

ad

Like US On Facebook

আজকের রাশিফল রবিবার ৩১ মার্চ ২০১৯

আজকের রাশিফল রবিবার ৩১ মার্চ ২০১৯


মেষ

আজ বুধ আপনার যোগাযোগের রাস্তা সহজ হয়েছে। এ ক্ষেত্রে বেশ কিছু অর্থ উপার্জন হওয়ার সম্ভবনা রয়েছে। তাই এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন । আজ আপনার ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভও ভাল থাকবে। সংসারে সুখ শান্তি স্বাভাবিক ভাবেই বজায় থাকবে।

বৃষ

আজ আপনার অন্যান্য গ্রহের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভাল না থাকায় কিছু বিভ্রান্তি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় কোনও বিশেষ কাজ করার থাকলে তা কিছুদিন স্থগিত রাখুন। প্রয়োজন হলে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প হবেন।

মিথুন

আপনার এই রকম উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল ভাবে গড়ে উঠবে । আর আজ কোনও বিষয়ে নিয়ে স্ত্রীর সঙ্গে কিছুটা ঝামেলা বাধলেও বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি বন্ধ হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজ সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতি হওয়ার সম্ভাবনা আছে।

কর্কট

অতিরিক্ত বন্ধু থাকার কারণে বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা আছে। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু ভালো না পেতে পারেন। বাচ্চার বায়না পূরণ করতে নাজেহাল হতে হবে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন।

সিংহ

মানসিক দিক থেকে আজ আপনাকে কারও কাছে একটু নিচু হতে হবে। ভাল কাজ করার পরিবর্তে বদনাম জুটবে আপনার। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। আত্মীয় বিবাদ থেকে সাবধান থাকুন।

কন্যা

আবার আজ পুরনো ছন্দে ফেরার সময় চলে এসেছে, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। চন্দ্র আপনার সেরার সেরাটি দেবে, পাশাপাশি কেউ একজন আপনার জন্য অপেক্ষায় রয়েছে আজ।

তুলা

অনেক বন্ধু আজ আপনার বাড়িতে আসতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তারা কয়েক দিনের জন্য অপেক্ষা করুন। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন, তারা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি বেড়ে যেতে পারে।

বৃশ্চিক

একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটা সময় কাটবে আপনার।

ধনু

পূর্ব দিনের চিন্তাগুলি সামনে আনতে সমস্ত বিকল্প পথ খুলে রাখুন। আর্থিক বিষয় নিয়ে এখন কোনও চর্চা আপনার না করাই ভাল। এ ক্ষেত্রে প্রয়োজনের থেকে কিছু অতিরিক্ত ব্যায় হয়ে যেতে পারে। ব্যবসায় অতিরিক্ত লাভের আশায় চাপ খুব বাড়তে পারে।

মকর

প্রেমিকার কাছ থেকে কিছু উপহার পেতে পারেন আপনি। শরীরে কোথাও চোট লাগতে পারে। বাড়তি খরচ থেকে সাবধান। অর্থ জমানোর ব্যাপারে নিজেকে সতর্ক হতে হবে।

কুম্ভ

পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ অনেক ভূমিকা পালন করবে। কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। অদ্ভুত নানা বিষয়ে আজ জড়িয়ে পড়তে পারেন। আপনার বিরোধিতা করবে তো অনেকেই।

মীন

সংসারে আজ কোনো কারণে প্রচুর ব্যয় হয়ে যেতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া থেকে সাবধান। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্নায়বিক ভোগান্তির যোগ। চাকরিতে উন্নতির বিশেষ যোগ দেখা যাচ্ছে। কাছের মানুষদের সঙ্গে আলোচনায় মানসিক সমস্যাগুলোর সমাধান হবে।
আজকের রাশিফল রবিবার ৩১ মার্চ ২০১৯ আজকের রাশিফল রবিবার ৩১ মার্চ ২০১৯ Reviewed by Life Line on 9:11 PM Rating: 5

No comments:

Ad Home

LightBlog
Powered by Blogger.