| বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী সানা মারিন ৷ |
বয়স মাত্র ৩৪ ! কিন্তু এই বয়সেই দেশের প্রধানমন্ত্রী পদে সানা মারিন ৷ এখন তিনি ফিনল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ৷ শুধু ফিনল্যান্ডই নয়, গোটা বিশ্বের ইতিহাসেই সবচেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন মারিন ৷
ফিনল্যান্ড এর জোট সরকারের সমর্থন হারানোয় প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন অ্যান্টি রিনে ৷ এরপরই সানাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন সোশ্যাল ডেমোক্র্যাটের সদস্যরা ৷ এত কম বয়সে প্রধানমন্ত্রী হয়ে নতুন নজির গড়লেন সানা মারিন ৷
প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই তিনি জানান, ‘‘দেশের জনগনের আস্থা ফিরিয়ে আনাই এখন প্রধান কাজ ৷ এর জন্য অনেক কিছু করতে হবে আমাদের ৷ এত কম বয়সে প্রধানমন্ত্রী হব ভাবিনি ৷ সরকারের আগামী দিন প্রোগ্রাম তালিকা শেয়ার করেছি, যা আমাদের করতে হবে।
চিনে নিন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে ! মাত্র ৩৪ বছরেই গুরুদায়িত্ব
Reviewed by Life Line
on
9:40 AM
Rating:


No comments: