Follow us

Header Ads

ad

Like US On Facebook

নতুন বছরে প্রেমের সম্পর্কে জড়াবেন এই ৪ রাশির জাতক-জাতিকারা ।


'শুক্র হল সম্পর্কের গ্রহ৷ মঙ্গল সেক্সুয়াল সম্পর্কের উন্নতি ঘটাতে সাহায্য করে৷ বৃহস্পতিকে বলা হয় সৌভাগ্যের প্রতীক৷ কয়েকটি রাশিতে এই গ্রহগুলি বিশেষ প্রভাব ফেলবে ২০২০ সালে৷' এমনটাই বলছেন মার্কিন জ্যোতিষশাস্ত্রবিদ মলি কার্ডিনাল। 



দরজায় কড়া নাড়ছে ২০২০ সাল৷ আরও একটা নতুন বছর৷ কেমন যাবে ২০২০ সাল? প্রেম আসছে জীবনে? জ্যোতিষবিদ্যা বলছে, আগামী বছর ৪টি রাশির জাতক-জাতিকাদের প্রেম অবধারিত৷ ২০২০ সালেই এই ৪ রাশির জাতক-জাতিকাদের সঙ্গী বা সঙ্গিনী জুটে যাবে৷  


'শুক্র হল সম্পর্কের গ্রহ৷ মঙ্গল সেক্সুয়াল সম্পর্কের উন্নতি ঘটাতে সাহায্য করে৷ বৃহস্পতিকে বলা হয় সৌভাগ্যের প্রতীক৷ কয়েকটি রাশিতে এই গ্রহগুলি বিশেষ প্রভাব ফেলবে ২০২০ সালে৷' মার্কিন জ্যোতিষশাস্ত্রবিদ মলি কার্ডিনাল


  নতুন বছরের  প্রথমেই মেষ রাশির জাতক-জাতিকাদের প্রণয়ের সম্পর্ক হতে পারে। অর্থাত্‍ যাঁদের জন্ম ২১ মার্চ থেকে ১৯ এপ্রিলের মধ্যে৷ নতুন বছর মেষের জন্য শুভ৷ প্রেম আসবে বারবার৷ এই রাশির জাতক-জাতিকারা নিজেদের কমফর্ট জোন থেকে বেরলে লাভবান হবেন৷ 



কন্যা রাশি হল দ্বিতীয় ৷ ২৩ অগাস্ট থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে যাঁদের জন্ম৷ জ্যোতিষশাস্ত্র বলছে, পয়লা জানুয়ারি কন্যা রাশির গ্রহ মঙ্গল বৃহস্পতির ঘরে মিলিত হচ্ছে৷ অর্থাত্‍ শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয়, সৌভাগ্যের নিরিখেও সময়টা ভালো৷ নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা প্রবল৷ তাই চিন্তা না-করে নতুন বছরকে চুটিয়ে উপভোগ করুন৷


ধনু রাশি হল তৃতীয়  ৷ ২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে যাঁদের জন্ম৷ ৩ জানুয়ারি মঙ্গল ঢুকছে ধনু রাশিতে৷ ধনু রাশির জাতক-জাতিকারা এমনিতেই একটু আনন্দপ্রবণ হন৷ জীবনকে উপভোগ করার প্রবণতা থাকে৷ মঙ্গলের আগমনে তাও দ্বিগুণ হবে৷


চতুর্থ রাশিটি হল কুম্ভ৷ ২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি যাঁদের জন্ম৷ কার্ডিনালের কথায়, '২০২০ সালে প্রেমের গ্রহ শুক্র কুম্ভ রাশির একেবারে মধ্যবর্তী স্থানে অবস্থান করবে৷ নতুন সম্পর্ক আসবে৷ সঙ্গী বা সঙ্গিনী আসবে জীবনে৷ যাঁরা পার্টনার খুঁজছেন, তাঁরা আগামী বছর সাফল্য পাবেন৷'

নতুন বছরে প্রেমের সম্পর্কে জড়াবেন এই ৪ রাশির জাতক-জাতিকারা । নতুন বছরে প্রেমের সম্পর্কে জড়াবেন এই ৪ রাশির জাতক-জাতিকারা । Reviewed by Life Line on 9:40 AM Rating: 5

No comments:

Ad Home

LightBlog
Powered by Blogger.