Follow us

Header Ads

ad

Like US On Facebook

চলছে বাংলাদেশ-মিয়ানমার সাইবার যুদ্ধ (হ্যাকিং)




গত ১৫ই মার্চ থেকে মিয়ানমারের হ্যাকার কোন কারন ছাড়া বাংলাদেশের কিছু সরকারি-বেসরকারি অন্তত ৫৫টি ওয়েবসাইট হ্যাক করে তাদের দেশের পতাকা ঝুলিয়ে দিয়েছে। এরপর তাদের হামলার প্রতিবাদে মঙ্গলবার বাংলাদেশের হ্যাকার কমিউনিটি সাইবার৭১, ডন্স টিম-ডিটিসহ অন্যান্য বাংলাদেশি হ্যাকার কমিউনিটি সম্মিলিতভাবে ‘OP Myanmar’-এর মাধ্যমে মিয়ানমার সাইবার স্পেসে পাল্টা আক্রমণ শুরু করেছে। সেই আক্রমন এখনো চলছে। মঙ্গলবার সন্ধ্যায় মিয়ানমারের আইন, বাণিজ্য, জনসংযোগ মন্ত্রণালয়সহ ব্যাংকের বহু সাইট বাংলাদেশের হ্যাকাররা ডাউন করে দিয়েছে। ভার্চুয়াল জগতে যারা এই হামলায় অংশ নিয়েছিনেল তাদের নাম হ্যাক্সর আহমেদ, ডন, সিরিও, দ্য বস।

বাংলাদেশের জনপ্রিয় হ্যাকিং গ্রুপ তাদের অফিশিয়াল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বলেন “Myanmar so called hackers are responsible for destroying their own tiny cyber space..They hacked low level bangladeshi websites, without any reason..If one more single bd site gets hacked, Than we will engage with all our might and cause destruction to their cyber space.This is not a message to myanmar kiddos hackers, It's a warning.. We are always ready to play”

এই ২ই দেশের সাইবার স্পেস ঘেঁটে জানা গেছে, মিয়ানমার হ্যাকার গ্রুপ ইউজিএমএইচ গত কয়েকদিন ধরে বাংলাদেশের এসব ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশ এবং বাংলাদেশের হ্যাকার গ্রুপ নিয়ে উসকানিমূলক মন্তব্য করে যাচ্ছিলো। বাংলাদশের হ্যাকাররা জানাচ্ছে, মিয়ানমারের সাইবার স্পেস বলতে তেমন কিছুই নেই। যে কয়টা সাইট আছে তার সবগুলোই প্রায় বাংলাদেশসহ অন্যান্য অনেক দেশেই ব্যান করে রেখেছে তারা। এর বাইরেও যেসব ওয়েবসাইট রয়েছে সেখানে বাংলাদেশের হ্যাকাররা ধারাবাহিক ভাবে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই আক্রমন এখনো অব্বহত আছে। মিয়ানমার সাইবার স্পেসে পাল্টা হামলাকারী বাংলাদেশ হ্যাকার এইচআর সোহাগ যুগান্তরকে বলেন, আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা আরও সাইট ও তাদের ফেসবুক অ্যাকাউন্ট ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো হ্যাক ও ডিজেবল করে এর একটা বড় জবাব দেব।

তিনি আর বলেন “ মিয়ানমার হ্যাকাররা আমাদের দেশের বিভিন্ন দুর্বল সাইটগুলোতে আক্রমণ করেছে। তাই আমরা এটার ফলপ্রসূ জবাব দিতে মিয়ানমারের সরকারি-বেসরকারি ও জনপ্রিয় সকল ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ ও ফেসবুক অ্যাকাউন্টে আক্রমণ চালিয়েছি এবং আমারা সফলও হয়েছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আরও সাইট ও সোশ্যাল মিডিয়া, তাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক ও ডিজেবল করে তাদের একটা বিশাল জবাব দেব।

চলছে বাংলাদেশ-মিয়ানমার সাইবার যুদ্ধ (হ্যাকিং) চলছে বাংলাদেশ-মিয়ানমার সাইবার যুদ্ধ (হ্যাকিং) Reviewed by Life Line on 6:22 AM Rating: 5

No comments:

Ad Home

LightBlog
Powered by Blogger.