| হোটেলে অবৈধ কাজে লিপ্ত অবস্থায় ১৩ জন নারী-পুরুষ আটক |
নওগাঁর পত্নীতলায় রবিবার সকালে পৃথক অভিযান চালিয়ে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগ সর্বমোট ১৩জন নারী-পুরুষকে আটক করেছে থানা পুলিশ।
এদের মধ্যে ৫ জনকে আকবরপুর ইউনিয়ন পরিষদ থেকে এবং বাকি ৮ জনকে উপজেলা সদর নজিপুরে অবস্থিত বহুল আলোচিত সাউদিয়া আবাসিক হোটেল থেকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৫জন নারী ও ৮জন পুরুষ বলে জানা গেছে।
পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে আকবরপুর ইউনিয়ন পরিষদে এবং সাউদিয়া হোটেলে অভিযান চালিয়ে অবৈধ কাজে জড়িত থাকায় হোটেল মালিক নাজমুল হক সহ মোট ১৩ জনকে আটক করে আনা হয় ।
এ বিষয়ে পত্নীতলা থানা অফিসার ইনচার্জ পরিমল চক্রবর্তী জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ও গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত ব্যক্তিদের আটক করা হয়েছে। আকবরপুর ইউনিয়ন পরিষদ হতে আটককৃতদের ইতিমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
পরবর্তী খবরের জন্য অপেক্ষারত।
হোটেলে অবৈধ কাজে লিপ্ত অবস্থায় ১৩ জন নারী-পুরুষ আটক
Reviewed by Life Line
on
9:54 AM
Rating:


No comments: